অপারেশন করার স্থানকে থিয়েটার কেন বলে?🤔
এটা লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের একটি প্রাচীন অপারেশন থিয়েটার। ১৮২২ সালের এই অপারেশন থিয়েটারে ছিল চলচ্চিত্র প্রেক্ষাগৃহ অর্থাৎ মুভি থিয়েটারের মতো আসন বিন্যাস। চিকিৎসকগণ রোগীর অস্ত্রোপচার করার সময় শিক্ষানবিশ চিকিৎসকরা আসনগুলো বসে অস্ত্রোপচারের বাস্তব অভিজ্ঞতা পেতো। এটা এখন একটা জাদুঘর।
Comments
Post a Comment