সাদা বরফের চাদর চুইয়ে পড়ছে টকটকে লাল রক্ত! 🩸
অ্যান্টার্কটিকার রহস্যময় 'ব্লাড ফলস'।
অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে রয়েছে পৃথিবীর অন্যতম এক ভুতুড়ে দৃশ্য—ব্লাড ফলস (Blood Falls)। এখানে টেলর গ্লেসিয়ার নামের এক বিশাল হিমবাহের গা বেয়ে টকটকে লাল রঙের পানির ধারা বয়ে যায়, যা দেখলে মনে হয় যেন হিমবাহটি থেকে রক্ত ঝরছে।
প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন, লাল শৈবালের কারণে হয়তো এমনটা হয়। কিন্তু আসল সত্য আরও অদ্ভুত! এই হিমবাহের নিচে প্রায় ১৫ লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন একটি প্রাচীন হ্রদ রয়েছে। সেই হ্রদের পানি অত্যন্ত লবণাক্ত এবং আয়রনে ভরপুর।
যখন সেই হ্রদের পানি চাপের কারণে হিমবাহের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তা লক্ষ লক্ষ বছরের মধ্যে প্রথমবারের মতো অক্সিজেনের সংস্পর্শে আসে। সাথে সাথেই পানিতে থাকা আয়রন অক্সিডাইজড হয়ে যায়, অর্থাৎ মরচে পড়ে—আর পানির রঙ গাঢ় লাল হয়ে যায়।
Comments
Post a Comment