Skip to main content

How to Be Different. Be Smart. Be Real.

[How to Be Different. Be Smart. Be Real.]
-------------------------------------------------------------

১. Punctuality.

এটাকে আপনার character-এর non-negotiable part বানান। যেকোনো interview, meeting বা function-এ at least ১০-১৫ মিনিট আগে পৌঁছাতে হবে। This single habit will put you ahead of 90% of people. It shows you respect your own time and others' time. No excuses.

২. Awareness.

আপনার Awareness develop করুন। রাস্তায় চলতে-ফিরতে সবাই ময়লা ফেলে, you don't have to be one of them. একটা চকলেটের wrapper পকেটে রেখে ডাস্টবিনে ফেলা may seem small, but it shows your character. এই small detail-গুলোই huge difference তৈরি করে। It adds value to your personality without costing a dime.

৩. Focus on the Work.

Focus on the work, not the result. কী পাব, কী পাব না—এই চিন্তা বাদ। Just give your 100% effort. Sometimes, you will get a huge output from a small effort, sometimes the opposite will happen. Life is like that. Don't worry about the result; the hard work itself will build you.

৪. Give Credit.

অন্যকে credit দিতে শিখুন। একা একা credit নেয়ার game-এ long term-এ কোনো লাভ নাই। Your team did a great job? Bring them to the front. Appreciate their effort publicly. This will not only build trust, but they will accept you as their real leader. When you give credit to others, your own credit automatically increases.

৫. Don't Follow the Crowd.

বাকিরা কাজে ফাঁকি দিচ্ছে, so what? তুমিও দিবা? Never. একটা project-এ হয়তো পুরো team-এর কাজ তুমি একাই করে দিচ্ছো and credit is shared. Don't see it as a loss. This proves your own capability. এই confidence তোমাকে future-এ যেকোনো difficult situation handle করতে বা একা একটা project শেষ করে ফেলার মতো সাহস দিবে।

৬. Good Outlook.

Maintain a good outlook. Fit-fat থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা is a powerful non-verbal communication. It shows you are serious about yourself. দামি brand-এর কাপড় পরতে হবে না, but your appearance must be sharp and clean. People will automatically take you more seriously.

৭. Talk Less, Listen More.

শোনাটা একটা art. You will see, the most powerful people are the best listeners. তারা মনোযোগ দিয়ে শোনেন, process করেন, then answer. কারো কথা কেটে দিয়ে নিজের point prove করতে যাওয়া is offensive and shows immaturity.

৮. Device Etiquette.

Important meeting চলছে, or you are at a special event, and you are scrolling your phone? This is a bad manner. It kills your impression instantly. Your sincerity and leadership qualities are judged by these small things. Put your phone away.

৯. No Job is Small.

কোনো কাজকেই ছোট ভাবা যাবে না। The work you are doing, no matter how small, give your 100%. This shows your commitment to the work, not the status of the work. This attitude will take you far.

১০. Reading Habit.

বই পড়ার habit তৈরি করুন। এটা আপনাকে অন্যদের থেকে intellectually ten steps ahead রাখবে। It expands your mind, gives you new perspectives, and makes you a more interesting person.

১১. Own Your Mistakes.

Making mistakes is human, but admitting them takes courage. নিজের ভুল স্বীকার করার guts রাখো। When you own your mistake and learn from it, people's respect for you will increase, not decrease.

১২. Lifelong Learner.

The world is changing fast. To stay relevant, you must keep learning new skills. Don't get comfortable. Always be curious, always be learning. Your growth stops the day you stop learning.

১৩. Develop Empathy.

অন্যের shoes-এ পা রেখে তার situation বোঝার try করা। Empathy is a superpower. It helps you build strong connections and understand people on a deeper level. This quality will make you a better leader and a better human being.

১৪. Practice Gratitude.

life-এ যা আছে, তার জন্য grateful থাকো। This simple act changes your entire mindset from negative to positive. A grateful mind is a magnet for miracles. It reduces stress and increases happiness.

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...