এক বাদশাহর এক পার্সোনাল নাপিত ছিল। সে প্রতিদিন সকালে এসে, বাদশার দরবারে যাওয়ার আগে, তার চুল দাড়ি ঠিক করে, হাতে পায়ে মাসাজ করে, বাদশা কে দরবারে যাওয়ার জন্য তৈরি করে দিত।
একদিন সেই নাপিত বাদশাহকে বলল, হুজুর আমি তো আপনার কাছে সবসময় থাকি। আমি আপনার অনেক বিশ্বস্ত। আমাকে উজির বানালে ভালো হতো না?
বাদশা হেসে বললেন, আমি তোমাকে উজির বানাতে রাজি আছি। কিন্তু প্রথমে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে।
বাদশা আরো বললেন, বন্দরে একটি জাহাজ এসেছে। যাও,জাহাজটির খবর নিয়ে আসো ।
নাপিত দৌড়ে বন্দরে গেল এবং এসে বলল, জি হুজুর জাহাজ এসেছে।
বাদশা বললেন, জাহাজটি কখন এসেছে?
নাপিত আবার দৌড়ে গিয়ে ফিরে এসে বলল, ২ দিন আগে এসেছে।
বাদশা আবার জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছে? নাপিত তৃতীয়বার গেল।
আবার আসলো।
বাদশা আবার জিজ্ঞেস করলেন, জাহাজের ভিতরে কি আছে?
নাপিত চতুর্থ বার আবার গেল, আবার ফিরে আসলো।
এভাবেই সন্ধ্যা পর্যন্ত সেই নাপিত বন্দর এবং মহলের দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল।
এরপর বাদশা তার উজির কে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, বন্দরে কি কোন জাহাজ এসেছে?
উজির বললেন, জি হুজুর। দুই দিন আগে একটি জাহাজ এসেছে ইতালি থেকে। জাহাজটির মধ্যে গবাদি পশু, খাবার আর কাপড় আছে।
ছয় মাস সফর করার পর জাহাজটি এসেছে। চার দিন পরে ইরান চলে যাবে। সেখানে একমাস থাকবে। জাহাজটিতে ২০৯ জন লোক আছে।
আর আমার আপনার কাছে বিশেষ অনুরোধ, সমুদ্রে জাহাজের উপর ট্যাক্স বাড়ানো উচিত।
বাদশা এগুলো শুনে নাপিতের দিকে তাকালেন।
নাপিত মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করুন হুজুর। যার যেটা কাজ, সেটা তাকেই বানায়।
মনে রাখবে, সব ব্যক্তি সব কাজের জন্য যোগ্য নয়।
যে যেই কাজে দক্ষ , সেই কেবল সেই কাজটি ভালোভাবে করতে পারে।
বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, নিজের যোগ্যতা সম্পর্কে ধারণা রাখে। আর অন্যের যোগ্যতার সম্মান করে।
Comments
Post a Comment