জীবনের সবচেয়ে গভীর আক্ষেপটা আসলে দুঃখ পাওয়ায় নয়, আক্ষেপটা হয় তখন—যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে, তার চোখে একফোঁটাও অনুশোচনার ছায়া খুঁজে পাওয়া যায় না।
যে মানুষটার কথায়, আচরণে, অবহেলায় আপনার জীবন ধীরে ধীরে নরকে পরিণত হয়েছে—সেই মানুষটাই সবচেয়ে স্বাভাবিক ভঙ্গিতে বেঁচে থাকে। এমন ভাব করে, যেন কিছুই ঘটেনি। যেন আপনার কান্না, আপনার রাত জাগা দীর্ঘশ্বাস, আপনার নিঃশেষ হয়ে যাওয়া মন—সবই ছিল তুচ্ছ কোনো ভুল বোঝাবুঝি।
সবচেয়ে যন্ত্রণার জায়গাটা এখানেই—
যে মানুষটা আপনাকে শেষ করে দিয়েছে, সে মানুষটাই একদিন এমনভাবে সামনে দিয়ে হেঁটে যায়, যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনো ছিল না।
আর আপনি?
আপনি স্মৃতির ভারে নুয়ে পড়েন, অন্যায়ের হিসাব মেলাতে মেলাতে নিজেকেই প্রশ্ন করেন, “ মানুষ এতটা নির্দয় কীভাবে হতে পারে? ”
এই অবহেলিত যন্ত্রণাটাই জীবনের সবচেয়ে নীরব দুঃখ, যার কোনো বিচার নেই, কোনো ক্ষমা নেই। শুধু থেকে যায় আজীবনের এক নিঃশব্দ ক্ষত!
Comments
Post a Comment