পুরুষের অ্যাপিয়ারেন্স: ১২টি সাধারণ পরামর্শ।
আজকের পরামর্শগুলো একটু অন্যরকম। কিন্তু সচেতন পুরুষদের ভালো লাগতে পারে।
পুরুষদের বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। উপস্থাপন করতে হয়। কিন্তু তাঁদের অনেকেই নিজের কিছু ছোটো ছোটো ব্যাপারে খেয়াল করেন না। অথচ প্রায় অনিবার্য এসব অনুষঙ্গের দিকে খেয়াল রাখলে একজন পুরুষ নিজের appearance অনেক বেশি আকর্ষণীয় করতে পারেন। যেমন-
১)
গোসল করে কাজে যাওয়া উচিত। অবশ্যই পরিস্কার পোশাক পরা দরকার।
২)
সম্ভব হলে হালকা পারফিউম বা আফটার শেভ ব্যবহার করা উচিত। যাতে শরীরে দুর্গন্ধ না থাকে - এটা খুব জরুরি।
৩)
জুতো পুরানো হোক কিন্তু তা পালিশ করে পরা উচিত। একই সাথে জুতোর ফিতে ঠিকমতো বাঁধা দরকার।
৪)
মোজার রঙ প্যান্টের সাথে মিলিয়ে পরাই নিয়ম- জুতোর রঙের সাথে নয়। তবে সাদা ফরমাল প্যান্ট ও জুতোর সাথে সাদা মোজা পরা ঠিক নয়। সেক্ষেত্রে অফ হোয়াইট বা ধুসর মোজা পরা উচিত- সাদা মোজা কেবল স্নিকার্স বা কেডসের সাথে যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- মোজায় দুর্গন্ধ হয়, তাই না ধুয়ে একটানা পরা উচিত নয়।
৫)
বেল্ট পরা উচিত জুতোর রঙের সাথে মিলিয়ে। প্যান্টের রঙের সাথে নয়।
৬)
ওয়ালেট বা মানিব্যাগে অযথা এটা সেটা রেখে ভারী করে ফেললে পকেট ফুলে থাকে। দেখতে ভালো দেখায় না।
৭)
নাক ও কানের লোম নিয়মিত ট্রিম করা উচিত।
৮)
নখ পরিস্কার রাখা খুবই দরকার।
৯)
মুখে ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা ভালো। সাথে সানস্ক্রিন ব্যবহার করলে আরো ভালো। এতে ত্বক ভালো থাকে।
১০)
টাইয়ের পেছনের অংশ সামনের অংশের চাইতে বড় যাতে না হয়। টাইক্লিপ তৃতীয় এবং চতুর্থ বোতামের মাঝখানে পরা উচিত।
১১)
পোশাক সাইজমতো পরা উচিত। বেশি ঢিলা বা টাইট পোশাক বেমানান লাগে। লুজ ব্লেজারও Appearence নষ্ট করে।
১২)
অফিসে বা ফরমাল অনুষ্ঠানে একরঙা শার্ট পরা উচিত। যেমন- সাদা, হালকা নীল, ধুসর, অফ হোয়াইট। ব্লেজার বা স্যুটের সাথেও তাই। (দিনে কালো শার্ট বর্জনীয় হলেও রাতে পরা যেতে পারে)
ব্যাপারগুলো ছোটো- কিন্তু এগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আকর্ষণীয় করবে। ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।
ছবি: Harunur Rashid
#আসুনমায়াছড়াই
#BadalSyed
#positivevibes
Comments
Post a Comment