সেরা জীবনী -০৩
বাদল সৈয়দ
Dare Not Linger: The Presidential Years - বইটি নেলসন ম্যান্ডেলার দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট থাকা সময়ের অভিজ্ঞতা এবং প্রজ্ঞার দলিল।
ম্যান্ডেলা বইটি সমাপ্ত করতে পারেননি। পরে তাঁর খসড়ার উপর নির্ভর করে তা শেষ করেন- Mandla Langa.
বইটির ৮টি শিক্ষা তুলে ধরলাম।
১)
রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে কঠিন কাজ হলো- নিঃশব্দ মানুষের কণ্ঠস্বর শোনা।
২)
ক্ষমতা মহত্ত্ব লাভ করে বিনয়ের সাথে ব্যবহার করলে।
৩)
আর্থিক স্বাধীনতা ছাড়া স্বাধীনতা পূর্ণাঙ্গ হয় না।
৪)
একজন সত্যিকারের নেতার গরীবের কষ্ট দেখার ক্ষমতা থাকে।
৫)
দেশ পরিবর্তন করতে চাইলে আগে মানুষের হৃদয়ের পরিবর্তন দরকার।
৬)
ক্ষমতায় থাকলে ন্যায়বিচারকে সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে নিতে হয়।
৭)
নেতৃত্ব মানে সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া।
৮)
সম্মানের সাথে ক্ষমতা ছাড়ার মধ্যেই নেতার সাফল্য- আঁকড়ে ধরার মধ্যে নয়।
(আক্ষরিক অনুবাদ নয়। ভাবার্থ অনুবাদ করা হয়েছে )
#আসুনমায়াছড়াই
#copy from Badalsayad
Comments
Post a Comment