দে উইল লিভ ইন ম্যানশনস।
বাদল সৈয়দ
কাল TEDx -এ আমার বক্তৃতার বিষয় ছিল- ' Power Positivity'- ইতিবাচকতার ক্ষমতা।
আমার বক্তব্যে আমি উপদেশ নয়, উদাহরণ বেছে নিয়েছিলাম। কারণ মানুষকে মোটিভেট করার জন্য উদাহরণ অনেক বেশি শক্তিশালী।
আমি 'পে ইট ফরোয়ার্ড' - এর চারজন শিক্ষার্থীর কথা বললাম, যারা অবিশ্বাস্য প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশ-বিদেশে পড়াশোনা করেছে। প্রতিষ্ঠিত হয়েছে।
বক্তৃতা শেষে নেমে আসার পর এক বিদেশী ভদ্রলোকের কথায় চমকে উঠলাম।
তিনি বললেন- ' তোমাদের সবচে বড় অ্যাচিভমেন্ট কী জানো?'
আমি বলেন বললাম- 'কী ?'
তিনি বললেন- 'দিস স্টুডেন্টস লিভড ইন হাট। বাট দেয়ার নেক্সট জেনারেশন উইল লিভ ইন ম্যানশনস।'
'এ শিক্ষার্থীরা একসময় কুঁড়েঘরে থাকত। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থাকবে প্রাসাদে।'
#আসুনমায়াছড়াই
#BadalSyed
Comments
Post a Comment